মেহেরপুর নিউজ:
ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে বুড়িপোতা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চলের ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালের দিকে মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চলের ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বিকালের দিকে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নির্দেশে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা পানি দিয়ে ছিটিয়ে পুড়ানো ইট সহ কাঁচা ইট নষ্ট করে দেন। এ সময় ইটভাটার মালিক নব নির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চল সেখানে উপস্থিত ছিলেন না।
অভিযান চলাকালে এলাকার শত শত নারী-পুরুষ সেখানে সমবেত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।