মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফল পুনর্গণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদস্য প্রার্থী এইচএম আলমগীর ।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শালিকা গ্রামে আলমগীরের অফিসে সাংবাদ সম্মেলন করেন। তিনি সাংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচন শেষ হওয়ার অনেক আগেই আমার এজেন্টদের স্বাক্ষর করিয়ে নেন। এবং নির্বাচন শেষে তড়িঘড়ি করে ভোট গণনার কাজ শেষ করে দ্রুত সেখান থেকে চলে আসেন। তিনি বলেন মাত্র ১৫ ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে। আলমগির বলেন পুনর্গণনা হলে আমি অবশ্যই জয় লাভ করব।
সংবাদ সম্মেলনে আলমগীর অভিযোগ করেন একটি অশুভ শক্তি আমার বিরুদ্ধে কাজ করে ষড়যন্ত্রমূলক আমাকে হারিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসেম, আলী জজের আলী,সিরাজুল ইসলাম প্রমূখ।