মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে বর্তমান ৯ জন সদস্যের মধ্যে ৩ জন সদস্য পুনর্নির্বাচিত হয়েছেন।
তারা হলেন আলমগীর হোসেন লালটু, মিলন হোসেন এবং ইসমাইল হোসেন। বর্তমান সদস্যদের মধ্যে পরাজিত হয়েছেন এএইচএম আলমগীর, ওয়াসিম আলী, শরিফ উদ্দিন এবং সানোয়ার হোসেন । এবারের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ১নম্বর ওয়ার্ডে মিলন হোসেন (টিউবওয়েল) ১ হাজার ৩১৫ ভোট পেয়ে সদস্য পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম(মোরগ) ১ হাজার ২৪২ ভোট।
২ নম্বর ওয়ার্ডে সার্থক আলী (মোরগ) ১হাজার ৪৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান সদস্য সানোয়ার হোসেন (টিউবওয়েল) ৮৭২ ভোট পেয়েছেন।
৩ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন (টিউবওয়েল)১হাজার ৭১২ ভোট পেয়ে প্রথম বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন তার। নিকটতম প্রার্থী বর্তমান মেম্বার শরিফ উদ্দিন (ফুটবল) ৯৯১ ভোট পেয়েছেন।
৪ নং ওয়ার্ড হাসানুর রহমান (মোরগ)১হাজার ৬২৬ ভোট পেয়ে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আহসান হাবীব(ফুটবল) ৬৯০ ভোট পেয়েছেন।
৫ নাম্বার ওয়ার্ড আলমগীর হোসেন লালটু (ফুটবল) ১হাজার ৩৯৩ ভোট পেয়ে টানা ৫ম বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী,মহিদুল ইসলাম (মোরগ)৫৪৬ ভোট পেয়েছেন।
৬ নাম্বার ওয়ার্ডে চন্চল (ফুটবল)১ হাজার ৩৯৫ ভোট পেয়ে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান মেম্বার ওয়াসিম মিয়া (টিউবওয়েল) ৯৮১ভোট পেয়েছেন।
৭ নাম্বার ওয়ার্ডে ইসমাইল হোসেন (ভ্যান গাড়ি) ৯৭৭ ভোট পেয়ে সদস্য পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনিসুর রহমান(বৈদ্যুতিক পাখা)৯৩০ভোট পেয়েছেন।
৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শাহাদাত হোসেন (মোরগ) ৯৪৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান সদস্য এইচ এম আলমগীর (টিউবওয়েল) ৯২৮ ভোট পেয়েছেন।
৯ নং ওয়ার্ডে উছাহেদ আলী(তালা)১হাজার ১১২ ভোট পেয়ে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রেজাউল হক(ভ্যান গাড়ি) ১হাজার ৪৮ ভোট পেয়েছেন।
এদিকে সংরক্ষিত সদস্য পদে সংরক্ষিত ১,২,৩ (১) নং ওয়ার্ডে হাজেরা খাতুন(তালগাছ) ২হাজার ৩৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী তহমিনা খাতুন (সূর্যমুখী ফুল) ২হাজার ১৩০ ভোট।
৪,৫,৬ (২ নং ওয়ার্ড) রাবেয়া খাতুন (বক) ৩ হাজার ১৮৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী অর্জুনা খাতুন (তালগাছ) ১হাজার ৮৫৫ ভোট পেয়েছেন।
৭,৮,৯(৩ নং ওয়ার্ডে) বুলবুলি খাতুন (বক) ৫হাজার ১৪৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রার্থী কদবানু খাতুন (তালগাছ) ৬৯০ ভোট পেয়েছেন।