মেহেরপুর নিউজ :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরের বুড়িপোতা-কুতুবপুরে ভোট শুরু
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নের নির্বাচন শুরু হয়েছে।
রবিবার সকাল ৮টায় মেহেরপুর সদর উপজেলার ২টি ইউনিয়নের কেন্দ্রে ২৭ টি কেন্দ্রে একযোগে নির্বাচন শুরু হয়। এর আগে সকাল ৭টার দিকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছায়।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বুড়িপোতা ইউনিয়ন এর ১২ টি কেন্দ্রে, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে কুতুবপুর ইউনিয়নের ১৫ টি কেন্দ্রের ব্যালট পেপার প্রদান করা হয়। ভোট শুরুর কিছুক্ষণ পরেই বুড়িপোতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজামান তার নির্বাচনী এলাকা বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। একই সাথে বিদ্রোহী প্রার্থী শালিকা গ্রামের আব্দুর রেজা শালিকা কেন্দ্র তার ভোট প্রদান করেন।
এদিকে কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী মাস্টার উজলপুর কেন্দ্রে। এবং বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা শোলমারী কেন্দ্রে ভোট দেন।ভোট শুরুর বেশ কিছুক্ষণ আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী এবং পুরুষদের ভোটের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে মেহেরপুরের ২৭টি কেন্দ্রে ২৭ জন প্রিজাইডিং অফিসার, ২৭জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৮১ জন পোলিং অফিসারসহ প্রতিটি কেন্দ্রে ৫ জন করে পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সাথে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। কুতুবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত সদস্য ও ৯ জন সাধারণ সদস্য হওয়ার লক্ষ্যে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৩৪ হাজার ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৭ হাজার ৩৮ জন। মহিলা ভোটার রয়েছে ১৭হাজার ২৯ জন বুুড়িপোতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত সদস্য ও ৯ জন সাধারণ সদস্য হওয়ার লক্ষ্যে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৩০ হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ২৪১ জন। মহিলা ভোটার রয়েছে ১৫ হাজার ১৬৩ জন। বুড়িপোতা ইয়েলেনের ১২ টি কেন্দ্রের ৯০ টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত