সাহাজুল সাজু :
রাত পোহালেই মেহেরপুরের গাংনী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের তৃতীয়ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো-রায়পুর,ধানখোলা,ষোলটাকা ও কাজীপুর। ইতোমধ্যে ভোটগ্রহণ কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ এবং আনসার বাহিনীর সদস্য স্ব-স্ব ভোট কেন্দ্রে পৌঁছে গেছে।
রায়পুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-১৬ হাজার,৩৭৯টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-৮ হাজার,৭৯টি। এবং মহিলা ভোটার সংখ্যা-৮ হাজার,৩০০টি। এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র হলো-৯টি। এগুলো হলো-গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়,কড়ুইগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়,রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাথানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাজারপাড়া হেমায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শালদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ ইউনিয়নে মোট বুথ রয়েছে মোট ৪৬টি। ধানখোলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৩ হাজার,২১৪টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-১৬ হাজার,৫২৮টি। এবং মহিলা ভোটার সংখ্যা-১৬ হাজার,৬৮৬টি। এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র- ১৫টি ও বুথ সংখ্যা-৯৫টি।
কেন্দ্রগুলো হলো-গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়,গাঁড়াডোব সরকারী প্রাথমিক বিদ্যালয়,আযান সরকারী প্রাথমিক বিদ্যালয়,জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়,ঢেপা সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,চিৎলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়,ধানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়,আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,জালশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়,সানঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চান্দামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ষোলটাকা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-১৯ হাজার,৬৩৪টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-৯হাজার,৭৮৩টি। মহিলা ভোটার সংখ্যা-৯হাজার,৮৫১টি। এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র-১০টি। এবং বুথ সংখ্যা-৫৬টি। কেন্দ্রগুলো হলো-চেংগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বানিয়াপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ষোলটাকা সরকারী, প্রাথমিক বিদ্যালয়,জুগিরগোফা সরকারী প্রাথমিক বিদ্যালয়,সহড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মিনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়,মানিকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেশবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও কাজীপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩২ হাজার,৩০৯টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-১৬ হাজার,৩৩টি এবং মহিলা ভোটার সংখ্যা-১৬ হাজার,২৭৬টি। এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র সংখ্যা-১২টি। এবং বুথ সংখ্যা-৯০টি।
ভোট কেন্দ্রগুলো হলো-কাজীপুর কলেজ,কাজীপুর মধ্যপাড়া হাইস্কুল,কাজীপুর ১৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাড়াভাঙ্গা সিনিয়র মাদ্রাসা,এইচ,এস,কে মাধ্যমিক বিদ্যালয় (হাড়াভাঙ্গা পূর্বপাড়া অংশ),এইচ,এস,কে মাধ্যমিক বিদ্যালয় (হাড়াভাঙ্গা পশ্চিমপাড়া অংশ),নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়,বেতবাড়ীয়া পূর্বপাড়া নব-সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভোট সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ।
ভোটগ্রহণ চলাকালীন সময়ে যেনো কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ স্ট্রাইকিং ফোর্সের সার্বক্ষনিক টহল থাকবে। এছাড়াও কেন্দ্রগুলোতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষনিক তদারকি করবেন বলে তিনি জানান। এদিকে ভোট কেন্দ্রগুলোর আশে-পাশে প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টারে-পোস্টারে সাটানো হয়েছে। শেষ মুহুর্তে কোন প্রার্থী কতো ভোট পাবেন এ নিয়ে ইউনিয়নগুলোর মাঠে-ঘাটে ও চায়ের দোকানে চুলচেরা বিশ্লেষণ চলছে।