মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত সদস্য প্রার্থী মমতাজ বেগমের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে এ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সংরক্ষিত সদস্য প্রার্থী মমতাজ বেগমের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রাটি বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝা গ্রাম থেকে শুরু করে হরিরামপুর, বুড়িপোতা, বাজিতপুর গ্রাম প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। মমতাজ বেগম তার প্রতীক মাইকপ্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।