গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আলম হুসাইনকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক মাস্টারের কর্মী সমর্থকরা। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর ও বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাজীপুর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও এ ইউপির সাবেক চেয়ারম্যান আলম হুসাইন জানান, আসন্ন তৃতীয় ধাপে কাজীপুর ইউপি নির্বাচনে আমি একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রথমে বেতবাড়িয়া বাজারে গণসংযোগে যায়। এসময় আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক মাস্টারের ছােট ভাই আসাদুল হক মাস্টার ও বেতবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে বাবলুর নেতৃত্বে আমাকে তাদের কর্মীরা লাঞ্ছিত শেষে স্থান ত্যাগ করতে বলেন। আমি প্রাণ ভয়ে সেখান থেকে ভবানীপুর গ্রামে ভােট চাইতে গেলে, প্রার্থী রেজাউল হক মাস্টারের উপস্থিতিতে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন তার কর্মী সমর্থকরা।
তিনি আরো জানান, রেজাউল হক মাস্টারের ছোট ভাই আসাদুল হক মাস্টার নিজে আমাকে ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আমি স্থান ত্যাগ করি। আমি চলে আসার পরে ওরা আমার নির্বাচনী প্রচারে থাকা ভ্যানওয়ালাকে প্রহার করে ও তার মোবাইল ছিনতাই করে নিয়েছে এবং ভ্যানে থাকা জিনিসপত্র তছনছ করে দিয়েছে।
তিনি আরো বলেন, একারণে আমি নিজেই শঙ্কিত। তারা যেকোন সময় আবার আমার উপর হামলা করতে পারে। শনিবার গাংনী থানা এবং নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেবো। এ বিষয়ে আসাদুল হক মাস্টার জানান, হামলার কােন ঘটনা ঘটেনি। শেখ হাসিনা ও দলীয় প্রতীকের ব্যাপারে তিনি মানুষের কাছে ভূল ধারণা দিচ্ছিলেন। এ কারণে তাকে স্থান ত্যাগ করতে বলায় তিনি এরকম মিথ্যা অভিযোগ করেছেন।
নৌকার মনোনীত প্রার্থী রেজাউল হক মাস্টার জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় স্থানীয় লোকজন তাকে স্থান ছেড়ে চলে যেতে বলেছেন। আমার কোন লোকজন তাকে হামলা ও লাঞ্ছিত করেনি। তিনি যদি এমন কথা বলে থাকেন তাহলে মিথ্যাচার করেছেন। ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান জানান, একটু ঝামেলা হয়েছে। বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি