মেহেরপুর নিউজ:
এসএসসি পরীক্ষার২য় দিনে মেহেরপুর জেলার ৩ টি উপজেলায় ৫ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
সোমবার অনুষ্ঠিত পরীক্ষার ২য় দিনে মেহেরপুর জেলার ১৩ কেন্দ্রে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৮২ জলের মধ্যে ১২ জন অনুপস্থিত।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬২ জনের মধ্যে ৭ জন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৬০ জনের মধ্যে ১১ জন।গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৪১৫ জনের মধ্যে ১২ জন। গাংনী সরকারি মাধ্যমিক বালিকা কেন্দ্রে ২৭১ জনের মধ্যে ৭ জন। বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ২৫৫ জনের মধ্যে ২জন।জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৫ জনের মধ্যে ৩ জন। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৫৫ জনের মধ্যে ১৬ জন। সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৬ জলের মধ্যে ১ জন। বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২১২জলের মধ্যে ৬ জন।
বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জনের মধ্যে ৩ জন। রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৮ জনের মধ্যে ৩জন। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৩ জনের মধ্যে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।