মেহেরপুর নিউজ :
লাইসেন্সবিহীন করাত কল “স”মিল চালানোর অভিযোগে করাতকল মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাবিবুর রহমান হ্যাবল নামের এক ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের কাথুলী সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
এসময়ই লাইসেন্সবিহীন করাতকল চালানোর অভিযোগে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফরুল্লাহ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।