মেহেরপুর নিউজ:
মুজিবনগর স্মৃতিসৌধে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এবং সফর সঙ্গী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনার ওয়াকার- উজ্ -জামান এসজিপি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সোমবার সকালে মেহেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের উদ্যেশে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে হেলিপ্যাডে অবতরণ করেন। মুজিবনগর পর্যটন মোটেলে বাংলাদেশ পুলিশ কর্তৃক গার্ড অফ অনার প্রদান শেষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মনসুর আলম খান, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী অনিরুদ্ধ, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাসেম এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।