মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রেস ক্লাবের “উপদেষ্টা” পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক তুহিন আরন্য ।
শনিবার সকালের দিকে তুহিন আরন্য লিখিত পদত্যাগপত্রে উল্লেখ করেন, শুভেচ্ছা, ভালবাসা ও সম্নান রইল। আমি নিম্নসাক্ষরকারী দীর্ঘদিন যাবত উপদেষ্টা হিসাবে আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে প্রথমেই নিজেকে ধন্য মনে করছি। মেহেরপুর প্রেস ক্লাবের এমন পদে থেকে ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও ঐক্য প্রতিষ্ঠায় কতটুকু কাজ করতে পেরেছি, তা নিয়ে আমি নিজেই সন্তুষ্ট নই। কিন্তু সাংবাদিকতার শুরু থেকে এই পর্যন্ত আমার আঁতুড় ঘর ও আমার স্বপ্নবিলাস এই প্রেস ক্লাব। খুব কাছে থেকে এবং ওতপ্রতোভাবে নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে যুক্ত থেকে সাংবাদিক ও সুসাংবাদিকতা এবং নেতৃত্ব ও নেতৃত্বের ক্রমাগত পরিস্থিতি আমাকে নিবীড়ভাবে দেখার সুযোগ করে দিয়েছে। দেখে চলেছি সাংবাদিকতার সেকাল ও একাল। ভালমন্দ মিলিয়ে অভিজ্ঞতার ঝুঁড়িও সমৃদ্ধ হয়েছে। এজন্য আমি ঋণী আপনাদের কাছে।
অবস্থাদৃষ্টে মনে হয়েছে-সর্বত্র বেড়ে যাচ্ছে লেবাসধারীদের দৌরাত্ব। সততা, দায়বদ্ধতা, মর্যাদা, নীতিআদর্শ চাইতে যুগের সাথে তাল মেলানোটাই এখন বড় যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। সেই মাপকাঠিতে নিজেকে বড়ই অযোগ্য মনে হচ্ছে আজ। এই ব্যার্থতা আমার।মনে করি একটি সংগঠনে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা, শ্রদ্ধা ও সদস্যদের উপর নেতৃত্বের লাগাম ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য প্রয়োজন প্রতিটি সদস্যের সাংগঠনিক দৃষ্টিভঙ্গি, ঐক্যতা, বিশ^াস, পরমতসহিষ্ণুতা ও পিছুনিন্দা প্রবনতা দূর করা। আমি চাই মেহেরপুর প্রেস ক্লাব জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি পেশাদার ও সুসাংবাদিকদের প্রাণের সংগঠন হয়ে অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের তীর্থস্থান ঐতিহাসিক মুজিবনগর কেন্দ্রিক মেহেরপুরকে এগিয়ে নিতে গঠনমূলক ভ‚মিকা রাখবে। হয়ত: আমার প্রিয় সংগঠন এই অপূর্ণতা একদিন পূরণ করতে সক্ষম হবেন।
দীর্ঘ পথপরিক্রমায় আমি সংগঠনকে কি দিতে পেরেছি, তাঁর বিচারক আপনারা। তবে, পরিবেশ পরিস্থিতি, বৈষম্যের আধিক্যতা, অবিশ^াস, দূরত্ব ও পরচর্চার বলয় বৃদ্ধি পাওয়ায় নিজের বিলাসী পরিকল্পনার সবটুকু প্রেস ক্লার এর জন্যদিতে পারিনি। এজন্য আমি ব্যাথিত এবং ক্ষমাপ্রার্থী।আমি মনে করি যোগ্য ব্যাক্তির সমাহার থাকলে সেই সংগঠনে ক্ষমতা বা নেতৃত্বের বিকেন্দ্রিকরণ একটি সংগঠনের জন্য আর্শিবাদ হয়ে দাঁড়ায়। তবে, পরিস্থিতি উল্টো হলে নেতৃত্বের বিকেন্দ্রিকরণ ঘটনাজনারণ্যে অন্ধের হাতে ধারালো অস্ত্রপ্রদান ঘটনার সামিল হবে। জানি এসব কিছুই ক্লাবের বিজ্ঞ সদস্যগণ জ্ঞাত রয়েছেন। তাঁদের বিচক্ষণতায় এই প্রিয় সংগঠনটি ইনশাল্লাহ এগিয়ে যাবে একদিন।
সবশেষে বলছি- আমার চাইতেও বেশি জ্যেষ্ট, যোগ্য, নেতৃত্বসম্পন্ন সদস্য এই ক্লাবে রয়েছেন। সেই ক্ষেত্রে নিয়মনীতির বাইরে কোন পদ আগলে রাখা সমীচিন নই। আপনারা আমাকে যে স¤œান, শ্রদ্ধা ও ভালবাসা দেখিয়েছেন তা আমার পদচলায় পাথেয় হবে। তাই কারো বিনা প্ররোচনায় ও কারো দ্বারা প্রভাবিত না হয়ে স্ব-জ্ঞানে, স্ব-ইচ্ছায় আমি গঠণতন্ত্রের প্রতি অনুগত হয়ে এবং গঠণতন্ত্রের ধারাবাহিতকা রক্ষার্থে মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছি। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।