মেহেরপুর নিউজ:
বেশ কিছু দিনের বিরতি। তারপর আবারও মেহেরপুর জেলায় দেখা দিয়েছে করোনা ভাইরাস। যার জেরে মেহেরপুর জেলায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্তের খোঁজ মিলেছে। জানা গিয়েছে সম্প্রতি করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফলে জানা গিয়েছে জেলায় ৩ জনের শরীরে করোনার জীবাণু রয়েছে।
শনিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গিয়েছে, নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে সদর উপজেলার ২ জন ও ১ জন মুজিবনগর উপজেলার ১ জন এবং গাংনী উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় বর্তমানে ২৯ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। এর মধ্যে ৮ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ৫ এবং মুজিবনগর উপজেলার ১৬ রয়েছে।
এছাড়াও জেলায় এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ৪ হাজার ৪৫৬ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৮০ জন। নতুন করে করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।