সাহাজুল সাজু :
বাংলাদেশের আলােচিত দম্পতির একমাত্র পুত্র রিহান-এর প্রথম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর-২০২১ ইং) সন্ধ্যায় মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরস্থ নিজ বাড়িতে রিগান-এর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন তার বাবা তরিকুল ইসলাম জয়,মাতা খাদিজা আক্তার খুশি,দাদা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড আব্দুল মাবুদ,রিগান-এর বড় চাচা ঠিকাদার ফারুক হােসাইন,রানা,নানা কামরুজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এদিকে,রিহান-এর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য জননেতা কমরেড নুর আহমেদ বকুল।
উল্লেখ্য,২০১৯ ইং সালের ২১ সেপ্টেম্বর মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের বাসিন্দা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মেহেরপুর জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড আব্দুল মাবুদ-এর ছােট ছেলে তরিকুল ইসলাম জয় বিয়ের পিঁড়িতে বসেছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের বাসিন্দা কামরুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুশি সাথে জয়-এর বিয়ে হয় পারিবারিক সম্মতিতে।
মেয়ের বাড়িতে বর এসে কনের সাথে বিয়ে করার রীতিনীতি দীর্ঘ বছর প্রচলন থাকলেও জয় ও খুশির বিয়ে হয় ভিন্ন আঙ্গিকে।
বিয়ের দিন দুপুরে দেখা গেলাে কনে খুশি বিয়ের যাত্রী নিয়ে বর জয়-এর বাড়িতে হাজির। শুরু হলাে কাজীর বিয়ের কার্যক্রম। এবং খাওয়া-দাওয়া আর আনন্দ উল্লাস। সবশেষে বর জয়কে গাড়িতে করে কনে খুশি নিয়ে গেলেন বাবার বাড়ি। ওই সময় এ ভিন্ন আঙ্গিকের বিয়ে নিয়ে দেশের মিডিয়া পেরিয়ে বিশ্ব মিডিয়ার মাধ্যমে আলােচিত হয় জয়-খুশি দম্পতি।