মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ জন। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। একমাত্র আক্রান্ত ব্যাক্তি ১ গাংনী উপজেলার এবং সদর ও মুজিবনগর উপজেলায় কেউ আক্রান্ত। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট মুত্যু সংখ্যা ১৭৯ জন। সোমবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ সব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এই একজন সহ জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ৩০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, গাংনী উপজেলায় ১১ জন এবং বাকি ১২ জন মুজিবনগর উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন আরো জানান, জেলায় এখনও পর্যন্ত ৪ হাজার ৩৯৭ জন সুস্থ হয়েছেন।