মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর:
অস্ত্র মামলায় ১০ বছর কারাভোগের পর ভারতের তেহট্ট থানা এলাকার অজিত ওরফে আজিবরকে ভারতে পাঠাবার উদ্দেশে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার মেহেরপুর জেল থেকে অজিতকে সাতক্ষীরার উদ্দেশে পাঠানো হয়। মেহেরপুর মুজিবনগর থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয় ভারতের নদীয়া জেলার তেহট্ট থানা এলাকার গোলাম দফাদারের ছেলে অজিত ওরফে আজিবর (৪৫)। ওই মামলায় মেহেরপুরের একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই থেকে আজিবর মেহেরপুর জেলখানায় আটক ছিলো। সম্প্রতি তার সাজার মেয়াদ শেষ হয়; কিন্তু আসামি হস্তান্তরের বিষয়ে জটিলতা দেখা দেয়ায় তাকে মুক্তি দিতে বিলম্ব হয়।