মেহেরপুর নিউজ:
সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি । শাস্ত্রমতে, দ্বাপর যুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়।
তবে করোনা মহামারির কারণে এ বছর সমাবেশ, শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কোনো আয়োজনই থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে পূজা-আর্চনাসহ ধর্মীয় আলোচনা ভক্তিমূলক সংগীত ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত।
সোমবার রাতে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য,দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস,কিশোর পাত্র,বিজয় আগারওয়াল, তপন সাহা,কাজল দত্ত প্রমুখ।