মেহেরপুর নিউজ:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৫৭ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।
বর্তমানে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।
এর মধ্যে সদর উপজেলায় মারা যাওয়া ৮২ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ৫৪ ও মুজিবনগর উপজেলার রয়েছে ৩৯ জন।
রবিবার রাতে জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ডাঃ নাসির উদ্দিন জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, গাংনী উপজেলার ১৩ জন, মুজিবনগর উপজেলার ৪ জন রয়েছেন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২ জন।