মেহেরপুর নিউজ:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৫৭ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১২ শতাংশ।
বর্তমানে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জনে।
এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৬১ জন , গাংনী উপজেলার ৪৬ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছে ২৯ জন। শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ডাঃ নাসির উদ্দিন জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, গাংনী উপজেলার ২২ জন, মুজিবনগর উপজেলার ১১ জন রয়েছেন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮ জন।