মেহেরপুর নিউজ:
মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় ব্যবসায়ীসহ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । রবিবার দুপুরের দিকে মেহেরপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় এদিন দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার,বড়বাজার এবং বারাদি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক ব্যবহার না করাই ৫ জনের নিকট থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর( ২ ) ভঙ্গ করায় এ সকল ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাহমুদ আফজালসহ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।