মেহেরপুর নিউজ:
মেহেরপুরে করোনা ভাইরাসে নতুন করে ৬০ জন শনাক্তসহ জেলায় বর্তমানে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩২ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ৩১৩ জনের নমুনা পরীক্ষা ফলাফল এসেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানাযায়, করোনা পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৩১৩ (পিসিআর ল্যাব-২১২, এন্টিজেন-৯৬, জিন এক্সপার্ট-৫) জনের রিপোর্ট আসে এর মধ্যে ৬০ জন আক্রান্ত। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, গাংনী উপজেলায় ৪৪ জন ও মুজিবনগর উপজেলার ৯ জন।
এবং জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী এসময় নতুন করে আরো ১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২১ জনে । এর মধ্যে সদরে ৫৪ জন, গাংনী ৪২ জন এবং মুজিবনগরে ২৫ জন। এছাড়াও জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩৩৪ জন।