মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদুল ফিতরের ন্যায় মেহেরপুরে ঈদুল আযহার নামাজও মসজিদে অনুষ্ঠিত হবে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় খোলা স্থানের পরিবর্তে মসজিদে নামাজ পড়ার ব্যাপারে মসজিদ কমিটির সিদ্ধান্ত গ্রহণ করায় মেহেরপুর শহরে ঈদের মাঠে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে না।
স্বাস্থ্যবিধি মেনে শহরের প্রতিটি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ গুলোতে একটি জামাতে আসন সংকলন না হলে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সকাল ৭ টা ৩০ মিনিটে, গড় জামে মসজিদের সকাল ৭টায় প্রথম এবং সকাল ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় কোর্ট জামে মসজিদে, সকাল সাড়ে ৭ টায় মেহেরপুর থানা মসজিদে, সকাল ৮ টায় মেহেরপুর পুলিশ লাইন জামে মসজিদে,সকাল সাড়ে ৭ টায় পিয়াদা পাড়া জামে মসজিদে, সকাল ৭টায় পৌর ঈদগাহ জামে মসজিদসহ পৃথক পৃথক ভাবে অন্য মসজিদে ঈদের জামাত সহ মেহেরপুর শহরের ৬৬ টি মসজিদে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নামাজ অনুষ্ঠিত হবে। স্ব-স্ব এলাকার মসজিদ কমিটি নামাজের সময় নির্ধারণ করবে।
এদিকে করোনার প্রাদুর্ভাব এর কারণে ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সকলকে জায়নামাজ সহকারে নামাজ আদায় করতে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।