মেহেরপুর নিউজ:
দীর্ঘদিন পর গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনো ভাইরাসে মেহেরপুর সদর উপজেলায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন । তবে গত ২৪ ঘন্টায় জেলা অন্য দুটি উপজেলায় ৫৩ জন আক্রান্ত হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ১৫৬ জনের রিপোর্ট এসেছে, যার মধ্যে ৫৩ জন আক্রান্ত। এর মধ্যে গাংনী উপজেলায় সব চেয়ে বেশী আক্রান্ত ৪৫ জন ও মুজিবনগর উপজেলায় ৮ জন এবং সদর উপজেলায় কেউ আক্রান্ত হয়নি।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে ৭৫০ জন। এর মধ্যে সদর উপজেলায় ২১৩, গাংনী উপজেলায়-৪৩৬ ও মুজিবনগর ১০১ জন। এছাড়াও স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী সকাল ৮ টা পর্যন্ত জেলায় ৭২ জনের মৃত্যু ও ১৬২৩ জন সুস্থ হয়েছেন।