মেহেরপুর নিউজ:
“প্রতিহিংসা দূরে রাখি ভালোবাসার সমাজ গড়ি ” প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠীর করোনা রোগীদের পাশে দাঁড়াতে বিভিন্ন সেবা নিয়ে “মানবতার এ্যাম্বুলেন্স” চালু করা করলো “পরিবর্তনের মেহেরপুর” নামে সামাজিক সংগঠনটি।
সংগঠনটি জানিয়েছে প্রয়োজনীয় সেবার মধ্যে থাকছে -একটি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার অক্সিজেন লেভেল মাপার জন্য, শরীরে দেয়ার জন্য স্যালাইন ও থার্মমিটার। সেই সাথে অসহায় পরিবারের জন্য ১৪ দিনের খাবার, তাৎক্ষনিক ডাক্তারের পরামর্শ নিয়ে প্রাথমিক ঔষধ প্রদান সহ রোগীর অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবে সংগঠনটি।
সংগঠনটি জেলার ৩ টি উপজেলার জন্য তিনটি আলাদা সেবা নাম্বার ও “মানবতার এ্যাম্বুলেন্স” সেবা চালু করা করেছে। মোবাইল কল করলেই জেলার অভাবী যে কোন করোনা রোগীকে সংগঠনটি এই সেবা দিবে বলে জানিয়েছে। শুধু মাত্র অক্সিজেন সাপোর্ট নিতে হলে অর্থ লাগবে বাকি সমস্ত সেবা বিনামূল্যে প্রদান করা হবে।