মেহেরপুর নিউজ:
শহর ছাড়িয়ে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রায় ঘরে ঘরে এখন করোনা রোগী। এর বাইরে উপসর্গও রয়েছে অনেকের। দিন যতই যাচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা।
গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গাংনী এলাকায়। গাংনী এলাকায় এক দিনে ৩৮ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও সদর উপজেলায় ১০ জন এবং মুজিবনগর উপজেলায় আজ কোন আক্রান্তের খবর পাওয়া যায়নি।
জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৩ জন। ১৬৪৬ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে আজ সকাল ৮ পর্যন্ত এই জেলায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২০ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ২২ জন ও ১৪ জন মুজিবনগর এলাকার বাসিন্দা।
শনিবার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিলো তাতে জানানো হয়েছে করোনা পরীক্ষর জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৯৭ জনের রিপোর্ট আসে এর মধ্যে ৪৮ জনের পজিটিভ। মেহেরপুর জেলায় গতকাল শুক্রবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ জন, নতুন ৪৮ জন মিলে বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫৬৩ জন। এর মধ্যে সদর উপজেলার ১৮৩ জন, গাংনী উপজেলার ২৭১ জন ও মুজিবনগর উপজেলার ১০৯ জন।