মেহেরপুর নিউজ:
রাতের রানীখ্যাত রাইটকুইন ফুল। বছরে একবার ফুটে। বর্ষাকালে রাতে ফোটে আবার সেই রাতেই ঝরে যায়। এটাই এই ফুলের বৈশিষ্ট্য। আর এর নজরকাড়া সুগন্ধ মানুষকে আকৃষ্ট করে।
শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাসিন্দা মীর রওশন আলী মনার বাড়িতে টবে লাগানো রাতের রানী নাইট কুইন ফুল ফুটেছিল।
মীর রওশন আলী মনা জানান, শখের বশেই বাসায় বিভিন্ন ধরনের ফুলের চারার সাথেই রোপন করেছিলাম রাতের রানীকে। রাতের রানীখ্যাত এই ফুলটি বর্ষাকালে কোন একদিন রাতে ফোটে আবার রাতেই ঝরে যায়। সন্ধ্যার পর থেকে মূলত ফুল ফোটা শুরু হয়। মধ্যরাতে ধবধবে সাদা, মাঝে হলুদের আভা নিয়ে পরিপূর্ণভাবে রাতের রানী নাইট কুইন তার রূপ পূর্ণাঙ্গরূপে ছড়িয়ে দেয়। গভীর রাত পর্যন্ত নাইট কুইন ফুল গুলো দেখার জন্য প্রতিবেশীরা ভিড় জমান।
মীর রওশন আলী মনা আরো জানান, ফুলের সুগন্ধে প্রতিবেশী অনেক মানুষ বাসায় ফুলের গাছ দেখতে আসেন। তখন খুব ভালো লাগে। আমার বাসায় সবাই ফুল খুব ভালোবাসেন। তাই কোথাও ভালো জাতের ফুল গাছ দেখলে বাসায় নিয়ে আসি।