মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বিভিন্ন জায়গায় করোনা প্রতিরোধে তদারকি ও সচেতনতা বৃদ্ধি এবং লকডাউন কার্যকর করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম।
এসময় শহরের বিভিন্ন জায়গায় তদারকিমূলক অভিযানে গেলে সরকারি আদেশ অমান্য করে অনেকে দোকানপাট খোলা রাখার কারনে ৯ ব্যবসায়ীকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুল আলম।
এসময় অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম বলেন, বিকাল ৬ টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঔষধ ও খাবারের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা অমান্য করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
যদি কেউ সরকারি নির্দেশনা অবমাননা করে বাইরে ঘোরাফেরা বা দোকানপাট খোলা রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।