মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো বর্তমানে ১১১ জনে। এছাড়াও জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯০৫ জন। জেলায় মোট মুত্যু সংখ্যা ২৩ জন।
স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছেন- মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
বুধবার সন্ধ্যায় সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তই ৯ জনের মধ্যে সদর উপজেলার ৬ জন ও গাংনী উপজেলার ৩ জন । মুজিবনগর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।
তিনি আরও জানান, এ পর্যন্ত মেহেরপুর জেলায় বর্তমানে জেলায় আক্রান্ত ১১১ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ৫০ জন ও মুজিবনগর উপজেলায় ৩৮ জন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলায় ১০জন এবং মুজিবনগর উপজেলায় ৩ জন।