মেহেরপুর নিউজ:
ভারত থেকে আগত আরো ১২ জন বাংলাদেশীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে মেহেরপুরে। শুক্রবার পর্যন্ত দর্শনা হয়ে ভারতে থেকে এ নিশে মোট ৯৪ জন বাংলাদেশিকে পুলিশ প্রহরায় মেহেরপুরে নেওয়া হয়।
মেহেরপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং টিটিসিতে এ ৯৪ জনকে রাখা হয়েছে। প্রথম দফায় ১৮ জন, দ্বিতীয় দফায় ৩৩ জন, তৃতীয় দফায় ৩১জন এবং চতুর্থ দফায় ১২ জন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভারত ফেরত নাগরিককে এখানে আনা হয়েছে।
আগামী ১৪ দিন তারা মেহেরপুরে অবস্থান করবেন। ভারত সীমান্ত পার হওয়ার সময় তাদের সোয়াব পরীক্ষা করা হয়েছে। যাদের রিপোর্ট নেগেটিভ হয়েছে তাদেরকে কেবল মেহেরপুরে নেওয়া হয়েছে। ভারত ফেরত সকল বাংলাদেশীদের দেখভালের দায়িত্বে রয়েছেন মেহেরপুর জেলা প্রশাসন। সার্বিক বিষয়টি তদারকি করছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম।