মেহেরপুর নিউজ:
লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে দুই বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না মেহেরপুর সদর উপজেলার গোভিপুরের কৃষক আনারুল ইসলাম। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। যুবলীগের নেতৃবৃন্দের কাছে সহযোগিতা কামনা করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী নিয়ে সেখানে ছুটে যান।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে কৃষক আনারুল ইসলামের দুই বিঘা জমির ধান কাটার সূচনা করা হয়। হঠাৎ রাজপথের যুবলীগের নেতাকর্মীদের কৃষকের ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা।
এসময় মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু, গাংনী উপজেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলামসহ অর্ধ শতাধিক যুবলীগ নেতা কর্মী মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাঠে আনারুল ইসলামের দুই বিঘা জমির পাকা ধান কাটেন।
ধান কাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান হিরণ, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য নাসিরউদ্দিন, একে আজাদ সাগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।