মেহেরপুর নিউজ:
মাদক সেবনের দায়ে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড করা হয়েছে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইদুল ইসলাম কে ৩ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সাইদুল ইসলাম মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার নূর হোসেনের ছেলে। এসময় মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ সারনীর ১৬ ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেরপুর শহরের হঠাৎপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসানো হয়।