মেহেরপুর নিউজ:
করোনাভাইরাস মোকাবিলায় মেহেরপুর ডিবি পুলিশের উদ্যোগে শহরে সচেতনতামূলক জনসচেতনতা মূলক প্রচারণা ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালের দিকে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’— এই প্রতিপাদ্যে শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচির পালন করা হয়।
মেহেরপুর ডিবি’র ইন্সপেক্টর শাহ আলমের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এসময় তারা বলেন, করোনার প্রকাপ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা। শুধু মাস্ক পরলেই হবে না, সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস চালু রাখতে হবে। মাস্ক বিহীন বাইরে না আসার আহ্বান জানানো হয়। দ্বিতীয় ধাপে করোনা মোকাবিলায় জেলার পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে। এ সময় শহরে বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।