এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে চলছে প্রথম দিনের মত লকডাউন। গত কয়েকদিনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা আকস্মিক বৃদ্ধি পাওয়ায় সরকার করোনা পরিস্থিতি নিয়ন্রণে সাত দিনের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে।
লকডাউনে সরকারি ঘোষণা ও বিধিনিষেধ থাকলেও মানছে না সাধারণ জনগণসহ মেহেরপুর সদরের বারাদী বাজারের ব্যবসায়ীরা। প্রতিদিনের ন্যায় যথারীতি আজকেও বারাদী বাজারের সকল ব্যবসায়ী সকাল থেকে যথাসময়ে দোকানপাট খুলে দেদারসে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তায় পথচারী ও ক্রেতা সাধারনের সমাগম চোখে পড়ার মতো। তবে সকাল থেকে এ ব্যাপারে বারাদি বাজার কমিটি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। তবে বেলা ১২ টার পর ঢিলেঢালা ভাবে বারাদী পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যদের টহল চলছিল।