মেহেরপুর নিউজ:
গাঁজা রাখার অপরাধে রাজিব শেখ ওরফে সোহেল নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। রাজিব শেখ ওরফে সোহেল মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া আজিজুর রহমানের ছেলে।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে রাজিবের বাড়ি থেকে তাকে আটক করে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শরীয়তউল্লাহ নেতৃত্বে ইন্সপেক্টর আবদুল মান্নানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) ৩৬ (১) সারণীর ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ডা ও ২ শ টাকা জরিমানা করেন। আসামি সোহেল জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।