গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় সিদ্ধান্তের বাইরে থেকে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করায় আশরাফুল ইসলামকে যুবলীগ থেকে অব্যাহতি দিয়েছে ।
শনিবার বিকেলে গাংনী বাস স্ট্যান্ড চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে (সংবাদ সম্মেলনে) কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়। এমনটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করে মেহেরপুর জেলা যুবলীগ আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। প্রেস ব্রিফিং আয়ােজন পরিচালনা করেন গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।
এসময় আরাে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ অন্যতম নেতা জাকিরুল ইসলাম জাকির, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলনেজের সাবেক ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া ও মেহেরপুর জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু,যুবলীগ নেতা আনােয়ার পাশা,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হােসেন প্রমুখ । উল্লেখ্য, মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে কেন্দ্রীয় সিদ্ধান্তে আ’লীগের মনোনয়ন পেয়েছেন পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী। আ’লীগের দলীয় মনােনয়ন পেতে চলতি মেয়র আশরাফুল ইসলামও চেষ্টা করেছিলেন। এর আগে অর্থাৎ ২০১৫ ইং সালে গাংনী পৌর নির্বাচনে আশরাফুল ইসলাম বিদ্রোহী প্রার্থী ছিলেন। এবং বিদ্রোহী প্রার্থী থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় স্থানীয় মনোনয়ন বোর্ডর দায়িত্বপ্রাপ্ত নেতারা তার নাম বাদ দিয়ে ৮ জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে প্রেরণ করেন। ৮জনের মধ্য থেকে আহম্মেদ আলীকে নৌকার টিকেট হাতে তুলে দেয়। এদিকে,আগামি ১৬ জানুয়ারী মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এনির্বাচনে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে যুবলীগ।