মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা’র অংশ হিসাবে মুজিবনগর উপজেলাা শিল্পপকলা একাডেমির সহযোগীতায় নাটক “দহন” মঞ্চায়িত হয়েছে।
মঙ্গলবার রাতে মুজিবনগর অডিটোরিয়ামে এ নাটক মঞ্চায়ন করা হয়। প্রফেসর হাসানুজ্জামান মালেকের রচনায় এবং সাইদুর রহমানের নির্দেশনায় নাটক “দহন”র বিভিন্ন চরিত্র অভিনয় করেন আনোয়ার উল হাসান, আব্দুল মান্নান, মহিদুল ইসলাম মহিদ, মিনারুল ইসলাম, আসাদুজ্জামান লাল্টু,মাহবুবুর রহমান বাবু, সাইদুর রহমান, আব্দুস সালাদ,আসাদুর রহমান প্রমূখ।এর আগে সূচনা বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন নাটকটি উপভোগ করেন।