মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বাজারগুলোতে কাঁচা মরিচ এবং আলুর দাম এখনো সাধারন মানুষের নাগালের বাইরে দাম হাঁকা হচ্ছে। বাজারে নতুন আলু পিয়াজ সহ শীতের শাক সবজিতে ভরা।
সাধ্যের মধ্যে অন্যান্য শাকসবজির দাম। বর্তমানে মেহেরপুরের খুচরা বাজারে নতুন আলু ৪৮ টাকা,পুরাতন আলু ৪০টাকা,নতুন পিয়াজ ৪০ টাকা,দেশি পুরাতন পিয়াজ ৪৫ টাকা,কাচা ঝাল ১শ টাকা, দেশি রসুন ৮০ টাকা,আদা ৮০টাকা, টমেটো ৪৫ টাকা, সিম ১৫ টাকা, বাঁধকপি ১৫ টাকা,ফুল কপি ১০ টাকা পিচ, পেঁপে- ২০টাকা,লাল শাক ২৫ টাকা,খিরা ৪০ টাকা,গাজর ৩৫ টাকা, বেগুন ১০ টাকা,কাঁচা কলা ১৫ টাকা, মুলা ১০ টাকা,লাউ ১৫-২০ টাকা প্রতি পিচ,জলপায় ৫০ টাকা,পালং শাক: ১০ টাক,পিঁয়াজ কলি ২০ টাকা,বরবটি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।