মোঃ আব্দুর রহমান, বালিয়াডাঙ্গা, কালীগঞ্জ:
বায়ান্নোতে শুরু যার একাত্তরে শেষ-
ডিসেম্বরের ষোলো তারিখ বিজয় পেলো দেশ,
রক্ত এবং প্রাণের বলির পাওয়া গেলো দাম
বিশ্বজুড়ে জানে এখন বাংলাদেশের নাম।
আকাশ নামের কতো ছেলের আশা ছিল বুকে
মায়ের ভাষায় কথা বলে থাকবে সুখে-দুঃখে ,
বায়ান্নোতে পাকশাসনের নির্যাতনের পরে
রক্ত দিয়ে মায়ের ভাষা নিলো আপন করে।
জরী’র মতো সুন্দরীরা যাবে স্বামীর ঘরে
লেখা পড়ায় মগ্ন ছিলো পর্দা প্রথা করে,
কপাল খারাপ ছিলো বলে পাক ছোবলের মাঝে
বিলিয়ে দিয়ে নিজের দেহ বীরঙ্গনা সাজে।
ছয় এবং এগারো দফায় আন্দোলনের মাঠে
দেশব্যাপী জনগণের আশা জেগে ওঠে,
সত্তোরের নির্বাচনে ফল তবু বাদ-
পঁচিশের কালোরাতে পাতলো মরন ফাঁদ!
খালে-বিলে ভাসলো সেদিন লাশের পর লাশ
ত্রিশ লক্ষ নিরীহ প্রাণের হলো জীবন নাশ ।
দুই লক্ষ নারীর সম্ভ্রম দিলো স্বাধীনতা
বিজয় দিবস একাত্তরের দুঃখের স্মৃতি কথা।
মুক্তিযুদ্ধা বৃদ্ধ আকাশ স্মৃতি সৌধে আসে,
পঙ্গু বিধায় হুইল চেয়ারে বিজয় দিনে বসে।
একাত্তরের বীরাঙ্গনা বৃদ্ধা জরীও এলো
স্মৃতি সৌধে তাই দু’জনের গল্প শোনা হলো।
খুশী হলো দু’জন তাঁরা লোক সমাগম দেখে
ঊনপঞ্চাশের এই বিজয়ে যুদ্ধ স্মৃতি চোখে,
বললো কেঁদে স্মরন রেখো এই বিজয়ের স্মৃতি
আজ শুধু নয় সারাজীবন না ঘটে এর ইতি।
সমাপ্ত