মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় আহত মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সোহেল রানা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার আশরাফুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সে তার নানা পিরোজপুর গ্রামের ইউসুফ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতো।
জানা গেছে শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ব্যাডমিন্টন খেলে পিরোজপুর নানা বাড়ি ফেরার পথে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আহত হয়।
আহত অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে শনিবার তার মৃত্যু হয়। রাজশাহীতে লাশের ময়নাতদন্ত শেষে সোহেল রানার মরদেহ মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। রাতে তার নানার গ্রাম পিরোজপুরে দাফন করা হবে বলে জানা গেছে।