মেহেরপুর নিউজ:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন ২ সাংবাদিক। ভাঙচুর করা হয়েছে তাঁর সঙ্গে থাকা ক্যামেরাও।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে নানা অজুহাতে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে। অথচ কোন মহল থেকেই তেমন জোরালো কোন প্রতিবাদ আমরা দেখতে পাইনি।
সাংবাদিকদের ঐক্য নেই বলেই এমনটি অহরহ ঘটছে। একতাই বল’ গল্পের মতো প্রত্যেকজন আলাদা আলাদা চিন্তা করার কারণে এই সুযোগটি নিচ্ছে বিভিন্ন অসাধু সরকারি কর্মকর্তা, আমলাসহ শ্রেণি-পেশার মানুষ।
জানাগেছে শনিবার বেলা ১১ টার দিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদেরের নানা ধরনের দুর্নীতির খবর সংগ্রহ করতে যান ডিবিসির মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করন ও বাংলাদেশ রাইটার্সের জেলা প্রতিনিধি ও ডিভিসির ক্যামেরাম্যান জাকির হোসেন।
এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এক পর্যায়ে জেলা সমাজসেবা কার্যালয় প্রভিশনাল অফিসার সাজ্জাদ হোসেন ও গাড়ী চালক মিলন সেখ আবু আখকার করণ ও জাকির হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং জাকির হোসেনের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে তাকে একটি রুমে আটকে রাখেন।
পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে জাকিরকে উদ্ধার করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের মেহেরপুর জেলায় যোগদান করার পর থেকে নানা ধরনের দুর্নীতির পাশাপাশি সরকারি গাড়ি নিয়ে প্রতি সপ্তাহে পাবনায় তার নিজ বাড়ি যাতায়াত করা সহ সরকারি অফিসের একটি কক্ষে আবাসস্থল গড়ে তোলেন। এই ধরনের খবর সংগ্রহ করতে গিয়ে তার বক্তব্য নিতে গেলে ওই দুই সাংবাদিককে লাঞ্ছিত করা হয়।