মেহেরপুর নিউজ:
ঢাকের আওয়াজ, মন্ত্রপাঠ এইভাবেই এইবারের দুর্গাপুজো সেলিব্রেট করছেন সনাতন ধর্মালম্বীরা । দেখতে দেখতে হাজির নবমী, মায়ের বিদায় ঘন্টা বেজে গিয়েছে- তাই মন খারাপ সনাতন ধর্মালম্বীদের। সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের ৪র্থ দিন মহা নবমী পালিত হয়েছে।
রবিবার মহনবমীতে সনাতন ধর্মাম্বলী সহ অন্য ধর্মের মানুষের জনও শারদীয়া দুর্গা উৎসবে শরিক হন। এদিন মেহেরপুর শ্রীশ্রী হরিভক্তি প্রদায়নী পূজা মন্ডপ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি মন্দির, মালোপাড়া ও হালদারপাড়া মন্দিরে সনাতন ধর্মালম্বীদের ভিড় লক্ষ করা গেছে।