তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের দায়ে দু’জনকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১৬টি বাঁধ অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নুর ই আলম সিদ্দিকি’র আদালত এ অভিযান পরিচালনা করেন। দন্ডিতদের কাছ থেকে ৬ হাজার টাকা আদায় করা হয়েছে।
এরা হচ্ছেন গোপালনগর গ্রামের আঃ মান্নানের ছেলে আঃ হালিম (২৭) ও একই গ্রামের আবুল কালামের ছেলে বদিউজ্জামান (৪৫)। ভ্রাম্যমান আদালতসূত্রে জানা গেছে, দন্ডিতরা বেশকিছুদিন যাবৎ ওই খালে ১৬টি স্থানে বাঁধ দিয়ে মাছ শিকার করছিল।
সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম নুর ই আলম সিদ্দিকি অভিযান চালান। এ সময় বাঁধ প্রদানকারী আঃ হালিম ও বদিউজ্জামান তাদের দোষ স্বীকার করলে বিজ্ঞ আদালত উভয়কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০- ৩ এর ৫ ধারা শাস্তি মোতাবেক ৬ হাজার টাকা দন্ড প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারী বর্ষণের ফলে গোপালনগর ও চেংগাড়া মাঠের নীচু জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফসলহানী হয় কয়েকশ’ বিঘা জমি। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানালে প্রশাসন বাঁধ অপসারণের উদ্যোগ নেয়। এ সময় মৎস্য সম্প্রসারণ অফিসার প্রীতম চৌধুরীসহ গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন