মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জুমের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের জুমের মাধ্যমে প্রতিযোগিতায় মোট ১৯টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় এবং মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চতুর্থ স্থান লাভ করে।
প্রতিযোগিতা শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত উপস্থিত ছিলেন। জুমের মাধ্যমে অনুষ্ঠিত বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক তানিয়া ইসলাম, নাসির উদ্দিন এবং বক্তিয়ার রহমান।