-মোঃ আব্দুর রহমান
==================
গরীব মুখে ভাত তুলে দাও
বলছিনা সেই কথা,
গরীব দেখে সরলে দূরে
পায় সে মনে ব্যথা।
হাজার টাকার পোশাক পড়ে
চলছি আমি পথে,
অযথা সব এমবি ফুরাই
আমার মোবাইল হতে।
হানিমুনে -উপহারে
যায়রে কত টাকা,
দুইটি টাকা চাইলে গরীব
পকেট তখন ফাঁকা।
আমার কথায় রাগ হলে ভাই
করবে আমায় ক্ষমা,
লিখবোনা আর এমন কথা
থাকবে মনে জমা।
একটু শুধু ভাবি যদি
গরীব মানুষ নিয়ে,
দেখতে পারি ওদের হাসি
দুইটি টাকা দিয়ে।
সমাপ্ত