মেহেরপুর নিউজ:
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার অাইন, ২০১০ এর ১৪ ধারা লঙ্ঘনের অপরাধে অামঝুপি বাজারের দুইজন ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরকার ১৯ টি পণ্যের মোড়ক হিসেবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে।
কিন্ত কতিপয় অসাধু ব্যবসায়ী পাটজাত মোড়কের পরিবর্তে ক্ষতিকর প্লাস্টিকের চটের বস্তা এবং পলিথিনের বস্তা ব্যবহার করে যা পরিবেশের জন্য ক্ষতিকর। মেহেরপুরের পাট পরিদর্শক মোহসিন সিকদারের এ বিষয়ে অভিযোগ করলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত ও কাজী মোহাম্মদ অনিক ইসলাম অামঝুপি বাজারের দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দোকান দুইটিতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫,০০০ টাকা করে দুইটি দোকানে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।