মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে পৃথক পৃথক ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি ভৈরব নদে অবৈধভাবে পাট দিয়ে জাল,নেট এর মাধ্যমে মাছ ধরার সময় অভিযান চালিয়ে অবৈধ জাল নেট উদ্ধার করে ধ্বংস করা হয়।
একইসাথে অবৈধভাবে পাটা প্রদানকারীকে উক্ত পাটা আগামী দুই দিনের মধ্যে অপসারণের জন্য নির্দেশ দেয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তা অপসারণের জন্য অঙ্গীকার করেন। পরে উদ্ধারকৃত জাল নেট গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এদিকে একই দিনে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর ভিতর ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার না করে মটরসাইকেল চালানোর জন্য ৩জন মোটরসাইকেল আরোহীকে মোট ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।
পরে বেশ কিছুদিন যাবৎ অটোরিকশা,ইজিবাইক চালক কর্তৃক সাধারণ মানুষের নিকট থেকে অবৈধভাবে বেশি ভাড়া নেওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেপ্রেক্ষিতে ইজিবাইক চালক সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও সেক্রেটারি কে তলব করা হয় এবং করোনা পূর্ববর্তী সময়ে যে ভাড়া গ্রহণ করা হতো, সেই ভাড়া গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং একইসাথে একটি ইজিবাইকে পাঁচ জনের বেশি যাত্রী না নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের সতর্কবার্তা দেয়া হয় এবং ভবিষ্যতে উপরোক্ত নির্দেশনা পালন করা হচ্ছে কিনা তা যাচাই করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।