মেহেরপুর নিউজ:
দেশে চলমান করোনা পরিস্থিতিতে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সাঈদ আনোয়ার ট্রেডার্স মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। ৮০ টাকা লিটার তেল, ৫০ টাকা কেজি মসুর ডাল এবং ৫০ টাকা কেজি চিনি ক্রয় করতে বিপুল পরিমাণ মানুষ সেখানে সমবেত হন।
সামাজিক নিয়ম মেনে ক্রেতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে টিসিবির পণ্য সামগ্রী ক্রয় করেন। । এর আগে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করে।