মেহেরপুর নিউজ:
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার বারাদী ছাগলের হাটে জনসচেতনতা মূলক প্রচার অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত নেতৃত্বে অভিযান চলাকালে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি মেনে না চলায় দ:বি: ১৮৬০ এর ১৮৮ ধারা এক ব্যক্তির কাছ থেকে ১শ টাকা জরিমানা আদায় করা হয়।