তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জুম অ্যাপসের মাধ্যমে ডিজিটাল/অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত জুম অ্যাপসের মাধ্যমে কবিতা আবৃতি ইভেন্টে “খ” গ্রুপে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাজাহান আলী’র সঞ্চালনায় উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন এঁর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে উপজেলার মোট ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জুম অ্যাপসের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী নওরীন জাহান ৩০ নম্বরের মধ্যে ২৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তাজবি ৩০ নম্বরের মধ্যে ২৬.৫০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান এবং মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তারিব তাবাসসুম ৩০ নম্বরের মধ্যে ২৩.৫০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এ সময় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান, শামসুজ্জোহা ও আরিফ হাসান।