মেহেরপুর নিউজ:
১,২,৩ করে ৬৫ তম দিনের মতো মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক তরুণ। বর্তমান করোনা পরিস্থিতিতে একদিকে যেমন মানবেতর জীবনযাপন করছেন সমাজের নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা।
অনাহারেই কাটছে অনেক মানুষের জীবন। সমাজের মানুষের এই অসহায়ত্ব দেখে স্থির থাকতে পারেননি সাব্বির আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত সাব্বির তাইতো ছুটির মধ্যেও নিজ এলাকায় বিগত ৬৫ দিন যাবৎ খাদ্য সামগ্রী বিতরণ সহ নানাবিধ কাজ করে চলেছেন।
বিশ্ববিদ্যালয় ছুটির পরে গত ২৩ মার্চ থেকে শুরু হয় তার এই কার্যক্রম। যেখানে প্রতিনিয়ত ত্রাণের খাদ্য সামগ্রী আত্মসাতের ঘটনা ঘটছে হরহামেশাই সেখানে নিজ উদ্যোগে টিউশনির টাকা দিয়েই মানুষের জন্য জনসেবামূলক কাজ শুরু করে দেন সাব্বির। পরবর্তীতে তাঁর এই মহতী কার্যক্রম দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব এবং মেসডা সহ কয়েকটি সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
প্রথমে একা একা কাজ শুরু করলেও এখন অনেক স্বেচ্ছাসেবক কাজে সহযোগিতা করছেন সাব্বিরকে। স্বেচ্ছাসেবকদের মধ্যে রাব্বি, তৃষা,নাঈম,তানভীর,আকাশ,বর্ষা,আনিকা,নান্নু সহ আরো অনেকে কাজ করে যাচ্ছে।
ঈদে ৪৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী সহ রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণের পরে নতুন উদ্যোমে কাজ শুরু করে দিয়েছেন সাব্বির। ঈদ পরবর্তী সময়ে বিনামূল্যে সবজি এবং মাছের বাজার চালু করেছেন তিনি ৷ নিত্যপ্রয়োজনীয় আহার্য মানুষের দৌড়গোঁড়ায় পৌঁছিয়ে দিতে প্রতিনিয়ত ছুটে চলে সাব্বিরের পাগলা গাড়ি। প্রথমদিকে কাজ শুরুর এলাকার জনগণ সাব্বিরের এই কার্যক্রমকে পাগলের কারবার বলে আখ্যা দেয়। কিন্তু দমে যাননি সাব্বির, পাগল উপাধি নিয়েই ছুটে চলেছেন কাজ পাগল সাব্বির।
কারণ তাকে যে এখনো অনেকটা পথ যেতে হবে মানবতার সেবায়। সাব্বিরের নেওয়া উদ্যোগের মধ্যে রয়েছে মানবতার দেয়ালের আদলে খাদ্য সামগ্রীর ফ্রি দোকান, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী , ফলমূল, সবজি যাবে আপনার বাড়ি, প্রয়োজনীয় ঔষধ, ঈদ উপহার, মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে সহ আরো অনেক কার্যক্রম।