মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে নতুন করে দুজন করোনা আক্রান্ত হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম।
আক্রান্তরা হলেন, গাংনী পশু হাসপাতাল পাড়ার মৃত আব্দুল গনী ছেলে আখেরুজ্জামান চঞ্চল (৪১) গাংনী হাসপাতালের স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ফারহানা সুলতানার দেবর ও মেয়ে নুসরাত জাহান (১৭)।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২২ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ২টি পজিটিভ এবং বাকি ২০ জনের নেগেটিভ রিপোর্ট । নতুন পজিটিভ ২টি গাংনী উপজেলার। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয় ।
এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৯শ ৭০জনের মধ্যে ৯৪ টি পজেটিভ এর মধ্যে ৩৪ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান,আক্রান্তরা নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা নেবেন। স্বাস্থ্য বিভাগ সার্বিক সহযোগিতা করবে।
উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষনা করবে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।